14 March 2018

অসুস্থ পরীক্ষার্থী হাসপাতালে বসেই দিল মাধ্যমিক



ওয়েবডেস্ক, ইসলামপুর, ১৪ মার্চ: ইসলামপুরে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দুইজন ছাত্রী অসুস্থ হয়ে যাওয়ায় তারা  পরীক্ষা দিল হাসপাতালে। বুধবার ঘটনাটি ঘটছে ইসলামপুর থানা এলাকার গোয়াস কালিকাপুর হাই স্কুলে। পরীক্ষার্থীদের নাম তহিদা খাতুন ও সামিমা খাতুন। তারা দুইজনেই হেড়ামপুর হাইস্কুলের ছাত্রী। সূত্রের খবর, এদিন পরীক্ষা চলাকালীন হঠাৎ দুইজন ছাত্রী অসুঃস্থ হয়ে পড়ে। তাদের তরিঘরি করে ইসলামপুর গ্রামীন হাসপাতালো নিয়ে আসা হয়। কিছুটা সুস্থ হলে তাদের হাসপাতালে বসে পরীক্ষা ব্যবস্থা দেওয়ার বন্দোবস্ত করা হয়।


No comments:

Post a Comment