28 March 2018

বেলডাঙায় জমি দখল ঘিরে গণধোলাই তৃণমূলের ব্লক সহসভাপতিকে, উত্তপ্ত এলাকা



ওয়েবডেস্ক, বেলডাঙা, ২৮ মার্চ :  পুলিশের সামনে বেধড়ক গণধোলাই খেল বেলডাঙা-১ ব্লক উত্তর  তৃণমূল কংগ্রেস সহসভাপতি মনোজ চক্রবর্তী। ঘটনাটি ঘটেছে এদিন সারগাছি বানিনাথপুর গ্রামে। সারগাছি বানিনাথপুর গ্রামের নবাব রোডের দুই পাশের PWD নয়নজুলি ও ফাঁকা জায়গা দখলকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে এই ঝামেলার সূত্রপাত ঘটে। 


স্থানীয় মানুষের অভিযোগ, মনোজ চক্রবর্তী ও তার পার্টনার গিয়াসউদ্দিন এবং মুস্তুফা জালি কাগজ তৈরী করে তার দলবল নিয়ে জোরপূর্বক এই জায়গা বেশ কয়েকদিন থেকে দখল নেওয়া চেষ্টা করে। স্থানীয়রা বাধা দিতে গেলে প্রানে মেরে ফেলার হুমকি দেয়। এই ঘটনা বারবার থানায় অভিযোগ করার পরও পুলিশের কাছ থেকে কোনও সুরহা না পাওয়ায়  প্রায় ৩০০ জন গ্রামবাসী এদিন বেলডাঙা বিএলএলআরও অফিসে বিক্ষোভ দেখাতে আসে বেলা ১১টার সময়। 
ঠিক সেই সময় মনোজ চক্রবর্তী এলাকায় তৃণমূল কর্মী ও মস্তান বাহিনী নিয়ে বানিনাথপুরে জায়গা দখল করতে গেলে  ক্ষিপ্ত এলাকাবাসী বিএলএলআরও অফিস থেকে বেরে গিয়ে তাদের উপর চড়াও হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী নিয়ে পোঁছায় বেলডাঙা থানার ওসি সমিত তালুকদার, বিডিও শুভ্রাংশু মন্ডল। এদিন মনোজ চক্রবর্তীকে বাঁচাতে ঘটনাস্থলে জেলা ও অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্যরা গেলেও পরিস্থিতি খারাপ দেখে তারা পালিয়ে আসে। এই ঘটনায় এলাকায় উত্তপ্ত ছড়িয়ে। 


No comments:

Post a Comment