20 February 2018

বেলডাঙায় পথ দুর্ঘটনায় মৃত ২ শিশু, আহত ২


বেলডাঙা, ওয়েবডেস্ক, ২০ ফেব্রুয়ারী :  বেলডাঙায় টুকটুকির সঙ্গে ট্রাক্টারের সংঘর্ষে মৃত ২ শিশু সহ  আহত আরও ২ জন। মৃতদের নাম রুনজিলা খাতুন (৬), সাবরিনা খাতুন (৫)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১২ টা নাগাদ আমতলা-বেলডাঙা রাজ্য সড়কের বেলডাঙা কাজিসাহা চিঁড়েভিজা মোড়ে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ক্ষুব্ধ এলাকাবসী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিশাল পুলিশবাহিনী  ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


সূত্রের খবর এদিন বেলা ১২ টা নাগাদ আমতলাগামী একটি ট্রাক্টর বেলডাঙা থানার চিঁড়েভেজা মোড় সংলগ্ন এলাকায় একটি বেলডাঙাগামী টুকটুক গাড়িকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় এক শিশুর। আহত হয় টুকটুকি গাড়ির চালক সহ ৩ জন। পরে সাবরিনা খাতুন বহরমপুর মেডিক্যাল কলেজে মারা যায়। আহতরা বহরমপুর মেডিকাল কলেজে চিকিৎসাধীন। ট্রাক্টর চালক পলাতক।


No comments:

Post a Comment