14 November 2017

রাজ্য সড়ক মেরামতির দাবীতে সরব এলাকাবাসী


ওয়েবডেস্ক, বেলডাঙা, ১৪ নভেম্বর : রাস্তা সারাইের দাবিতে বেলডাঙায় রাজ্য সড়ক অবরোধ। সোমবার সকাল ১০ টা নাগাদ বেলডাঙা আমতলা রাজ্যসড়কের বেলডাঙা হরেকনগর মোড় সংলগ্ন প্রায় ১ কিমি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় জাগরণ মঞ্চের সদস্যরা। এই বিক্ষোভ সমাবেশে সামিল হয় এলাকাবাসীও। উল্লেখ্য, দীর্ঘ ৫ মাস থেকে বেলডাঙা আমতলা রাজ্য সড়কের বেগুনবাড়ি-স্বরূপনগর মোড় থেকে হরেকনগর মোড় পর্যন্ত প্রায় ২ কিমি রাস্তা বেহাল অবস্থা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ রাস্তা অকেজো হয়ে পড়ে রয়েছে। প্রতিদিনই কোনও না কোন যানবাহন নষ্ট হচ্ছে এই রাস্তা। শুধু তাই নয় রীতিমতো যেকোনো ধরনের যানবাহন পালটি খাচ্ছে। তাতে সাধারণ মানুষ ভীষনভাবে ভীতিগ্রস্ত। স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্য পথযাত্রী সকলেই এই দুর্ভোগের শিকার। শুধু তাই নয়, 'নিশ্চয় যান' যাতায়াত নিয়েও  খুবই সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। 


এদিনের বিক্ষোভ সমাবেশে ৭ দফা দাবী নিয়ে লিখিত আকারে গণডেপুটেশন এর মাধ্যমে সই সংগ্রহ করে প্রশাসনের কাছে তুলে ধরা হয়।
১। বেলডাঙ্গা- আমতলা রাজ্যসড়কটির দ্রুত মেরামত করতে হবে।
২। নির্মানের যাবতীয় মালপত্রের গুনগত মান সঠিক রাখতে হবে।
৩। রাস্তার জলনিকাশ এর যথাযথ ব্যবস্থা নিতে হবে। দুপাশে ড্রেনের ব্যবস্থা করতে হবে।
৪। রাস্তায় ট্রাফিক সিগনালিং চালু করতে হবে।
৫। মাইলফলক এর ব্যবস্থা করতে হবে।
৬। রাস্তায় প্রয়োজন মতো ল্যাম্পপোস্ট এর ব্যবস্থা করতে হবে।
৭। রাস্তাকে বর্ধিত করে দুপাশে রেলিং রাস্তার ব্যবস্থা করতে হবে।

এদিনের জাগরণ মঞ্চের বিক্ষোভ অবস্থান কর্মসূচী সামাল দিতে উপস্থিত বেলডাঙ্গা থানার ওসি সমিত তালুকদার মহাশয়। উত্তপ্ত এলাকাবাসীকে দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দিয়ে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

No comments:

Post a Comment