13 October 2017

ডোমকলে জমির খেতে সাপের কামড়ে মৃত্যু



ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ১৩ অক্টোবর : ডোমকলে জমির খেতে সাপের কামড়ে মৃত্যু হল এক কৃষকের। মৃত ব্যক্তির নাম নজরুল মন্ডল(৫৫)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ৩ টে নাগাদ ডোমকল থানার মুরারিপুর গ্রামে। পরিবার সূত্রে খবর, দুপুরে খাওয়া-দাওয়া করে মাঠে গিয়েছিল জমির খেতে নিড়ান দিতে, পেছন থেকে তার পায়ে সাপে কামড় দেয়। ছেলে সাইদুল ইসলাম বলেন, 'মাঠে জমিতে নিড়ান দিচ্ছিল পেছন থেকে সাপে কামড় দায়। বাবা বুঝতে পেরে বাড়ি চলে আসে। আমাদের কিছু না বলে একা গ্রামের ওঝার কাছে যাওয়ার চেষ্টা করলে অজ্ঞান হয়ে পড়ে যায়।' পরিবারের আত্মীয়রা তার শারীরিক অবনতি ঘটতে দেখে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দেখে বলেন, রাস্তায় তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃত দেহটিকে ময়নাতদন্তে পাঠিয়েছে।


No comments:

Post a Comment