ওয়েবডেস্ক,জগন্নাথ মজুমদার, ৯ সেপ্টেম্বর : শনিবার বেলডাঙ্গার বড়ুয়া যুবক সংঘের ফুটবল স্টেডিয়ামে মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সিনিয়র নক্আউট ফুটবলপ্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে বহরমপুরের অভ্যূদয় সংঘ ৩-১গোলে বহরমপুরেরই হিন্দ ক্লাবকে পরাজিত করে ফাইনালে উঠেছে৷ বিজয়ী দল আগামী ১২সেপ্টেম্বর বহরমপুরের ফুটবল স্টেডিয়ামে বহরমপুরের ব্রজভূষণ স্মৃতি সংঘের বিরূদ্ধে খেলতে নামবে৷আজ বিজয়ী দলের পক্ষে গোলগুলি করেন রাজীব রায়, হাবিব ও ইকবাল৷ বিজিত দলের পক্ষে তাপস মুরারি একমাত্র গোলটি করেন৷ মাঠে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ী সহ কয়েকজন কর্মকর্তা এবং বেলডাঙ্গা পুরসভার চেয়ারম্যান ভরত ঝাওর এবং বহু বিশিষ্ট ব্যক্তি উপস্হিত ছিলেন৷ বড়ুয়া যুবক সংঘের সম্পাদক আলাউদ্দিন মোল্লার নিখুঁত ব্যবস্থাপনায় দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ৷


No comments:
Post a Comment