ওয়েবডেস্ক, সাহেব, ডোমকল, ১০ সেপ্টেম্বর : ডোমকলের রানীনগর সীমান্ত এলাকা থেকে আবারও ৩৩০০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার দুই। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার রানীনগর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার মধ্যরাতে ও রবিবার সকালে গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ পৃথকভাবে দুইবার চর-রাজানগর এলাকার কয়েকটি জায়গাতে হানা দিয়ে উদ্ধার করে মোট ৩৩০০ বোতল বস্তাবন্দি ফেনসিডিল এবং ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারিকে। তাদের মধ্যে একজন রানীনগর থানার চর-রাজানগর গ্রামের বাসিন্দা সুকচাঁদ মন্ডল(১৯) এবং অপরজন হল মোহন লাল সেখ(৩৭), বাড়ি হরিহারপাড়া থানা এলাকার দস্তুরপাড়া গ্রামে বলে জানা গিয়েছে। দুইজনকে ফেন্সিডিল সহ গ্রেফতারের পর রবিবার দিন তাদের তোলা হয় মুর্শিদাবাদ জেলার বহরমপুর কোর্টে। তাদের কোর্টে তোলার পরে দশদিনের জেল হেফাজতে নিয়েছে পুলিশ। এবিষয়ে ডোমকলের একপুলিশ আধিকারিক জানান, গোপনসূত্রে খবর পেতেই তারা ছদ্দবেশে ঘোরাফেরা শুরু করেন রানীনগর থানার সীমান্তবর্তী এলাকায়এবং সময় মতো মধ্যরাতে পাচারকারিদের বস্তাবন্দি ২০০০ বোতল অবৈধ ফেন্সিডিল সহ গ্রেফতার করে পুলিশ। এবং পরবর্তী খবর অনুযায়ী এলাকাতেই ছিলো বাকি ১৩০০ বোতল ফেন্সিডিল। সেগুলি কয়েকটি জায়গাতে হানা দিয়ে উদ্ধার করে পুলিশ।


No comments:
Post a Comment