23 September 2017

ডোমকলে মায়ানমারের রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে পথসভা ও পথযাত্রা


ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ২৩ সেপ্টেম্বর: মায়ানমারের রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে পথযাত্রা ও পথসভা করল ডোমকল ব্লক ইমাম মুয়াজ্জিন এ্যাসোসিয়েশন। ডোমকল ব্লক ইমাম মুয়াজ্জিন এ্যাসোসিয়েশন উদ্যোগে আজ ৪ টে নাগাদ ডোমকল এস ডি ও মোড় থেকে শুরু হয় এই সভা। এই প্রতিবাদী পথসভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। এদিন ডোমকল বাস টার্মিনাস থেকে প্রায় ১ কিমি রাস্তা পথসভায় পা মেলান সকল মানুষ। মিছিলের স্লোগান ছিল 'মায়ানমারের রোহিঙ্গাদের হত্যা করা হচ্ছে কেন জবাব দাও'। রোহিঙ্গা গনহত্যার প্রতিবাদে সকল মানুষকে এক হওয়ার আহ্বান জানান। মুর্শিদাবাদ জেলার ইমাম নিজামুদ্দিন বিশ্বাস বলেন, আমাদের প্রধান দাবি রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে এবং রোহিঙ্গাদের মৌলিক অধিকার দিতে হবে। তিনি আরো বলেন,জাতিসংঘ ঠিক করে দিক রোহিঙ্গাদের স্থায়ীভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করার সু-ব্যবস্থা করুক। এদিনের সভায় উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের সভাপতি মুফতি এনামুল হক সাহেব, হাফেজ ইনতাজ আলি, মুজাফ্ফর খাঁন সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।




No comments:

Post a Comment