03 September 2017

স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার ১২৫ বর্ষ উদযাপন শক্তিপুরে



ওয়েবডেস্ক, শক্তিপুর, ৩ সেপ্টেম্বর : স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার ১২৫ বর্ষ উদযাপন উপলক্ষে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা-২ ব্লকের শক্তিপুর গ্রামে রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সকালে রামনগর থেকে কামনগর পর্যন্ত বিশাল সাইকেল র‍্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সারগাছি রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী জপপ্রিয়ানন্দজী। অনুষ্ঠানের সভাপতি ছিলেন বেলডাঙ্গা-২ ব্লক বি এল ডি ও ডাঃ মানিকরতন পয়রা। বর্তমান যুব সমাজ যে অধঃপতনের দিকে এগোচ্ছে সেখান থেকে যুবসমাজকে বেড়িয়ে আসার কথা মহারাজজী বলেন। তিনি তাঁর বক্তৃতার মধ্যে তুলে ধরেন, বর্তমান সমাজে স্বামীজির আদর্শের প্রসঙ্গিকতা এবং সমাজের আসল উন্নয়ন জন্য ভারতের পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে আসার আহ্বান জানান। 



No comments:

Post a Comment