02 August 2017

ধুলিয়ান ব্লক স্বাস্থ্য কেন্দ্রে রুগীদের সঙ্গী নোংরা আবর্জনা ও দুর্গন্ধ



ওয়েবডেস্ক, পঙ্কজ, ধুলিয়ান, ২ আগস্ট : ধুলিয়ান অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বার বার একই দৃশ্য দেখা গেল। বিগত কিছু দিন আগে দেখা যায়  অনুপনগর হাসপাতালের পর্যাপ্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও রোগীদের ঠাঁই হয়েছিল  ফুটপথে। রোগীদের লম্বা লাইন হাসপাতালের দোতালার রাস্তার ফুটপাতে।  হাসপাতালে যত সব আবর্জনা ফেলা হচ্ছে দোতালার এক কোণে, সেই আবর্জনা ফলে হাসপাতালের এলাকা জুড়ে দুর্গন্ধ ছড়ায়। তপন সিংহ এক রোগীর আত্মীয় বলেন, 'যেভাবে দোতালায় আবর্জনা পরে আছে তা দেখে মনে হয় এটা হাসপাতাল নয়, কোনো আবর্জনা ফেলার জায়গা। তা থেকে যে ভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে রোগীরা আর অসুস্থ হয়ে পড়বেন। আমরা ভালো মানুষ দুর্গন্ধ সহ্য করতে পারছিনা, রোগীরা কি করে করতে পারবে ? আমরা বারবার করে হাসপাতালে কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে জানাই, কিন্তু কর্তৃপক্ষ বলে সব ঠিক হয়ে যাবে তোমরা যাও, তাসত্ত্বেও কিছু ঠিক হয় না। আরও দিনের পর দিন আবর্জনা বেড়েই যায়।  আমরা গরীব বলে আমাদের কথায় ওরা কান দেয় না।' এভাবে রাস্তায় রোগীদের শুয়ে থাকা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর আত্মীয়রা। নজর নেই জেলা স্বাস্থ্য দফতরের। ঘটনাটি মুর্শিদাবাদের ধুলিয়ানের সামসেরগঞ্জ ব্লক হাসপাতাল অনুপনগরের।


No comments:

Post a Comment