ওয়েবডেস্ক, পঙ্কজ সিংহ, ধুলিয়ান ২৮ আগস্ট : বাইক ও বুলারো গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে আজ বিকেলে ৪ টা নাগাদ সুতি মানিকপুরের সংলগ্ন এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে। ফারাক্কা গামী বাইক ও বুলারো গাড়ির সংঘর্ষে আহত দুই বাইক আরোহী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল নিয়ে যায়। বাইক আরোহী দুজনের পরিচয় হয়নি। বুলারো গাড়ির চালক পলাতক। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায় বুলারো গাড়িটি বাইকে ওভারটেক করতে গিয়ে এই ঘটনাটি ঘটে।


No comments:
Post a Comment