11 July 2017

শিক্ষক-শিক্ষিকাদের অর্থে প্রাথমিক বিদ্যালয়ে জল পরিশ্রুত আধুনিক ফিল্টার



ওয়েবডেস্ক, সারগাছি, ১১জুলাই : বেলডাঙা থানার সারগাছি চক্রের সূতীঘাটা প্রাথমিক বিদ্যালয় জেলা তথা রাজ্যের একটি অন্যতম মডেল বিদ্যালয়। এই বিদ্যালয়ে শিক্ষক- শিক্ষিকাদের অর্থ সাহায্যে আধুনিক জল পরিশ্রুত ফিল্টার উদ্বোধন হল মঙ্গলবার। উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পুলিন্দা শাখার ম্যানেজার হিমাদ্রি নারায়ণ সাহা ও হাসান সেখ নামে এক শুভানুধ্যায়ী। এতদিন বিদ্যালয়ে একটি সাধারণ ফিল্টার ছিল কিন্তু সেটাতে সব ছাত্র-ছাত্রীদের পরিশ্রুত জল সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। বিদ্যালয় শিশুসংসদের প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রী নিত্যদিন অভিযোগ করছিল এই সমস্যার জন্য। শেষতক মিটিং বসল শিশুসংসদের। খাদ্যমন্ত্রী বেবি সুলতানা বলে স্যার, 'দেওয়ালে লাগানো ফিল্টার লাগান' অন্যমন্ত্রীগণ তাকে সমর্থন করে। কিন্তু এত টাকা কোথায় পাবে প্রধান শিক্ষক একটু চিন্তিত। রিজিয়া সুলতানা, নতুন শিক্ষিকা কেকা নন্দী পাল, পার্শ্বশিক্ষিকা নিবেদিতা মন্ডল-রা বলেন 'ছাত্র ছাত্রীদের আব্দার আমরা মেটাবো। আমরা দেব টাকা।' সহশিক্ষক সেলিম উর রহমানের উপর দায়িত্ব দেওয়া হয় ফিল্টার কেনার। ব্যস যেই ভাবা সেই কাজ। কি নেই বিদ্যালয়ে, ল্যাপটপ, প্রিন্টার, ঘরে ঘরে সাউন্ড সিস্টেম, জেনারেটর, সব্জিবাগান। পদেপদে শিক্ষামূলক নানাবিধ লেখা। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে শিশুরা শিখবে পড়া পড়া খেলা।
      বিদ্যালয়ের কর্মকান্ডে খুশি হয়ে ফিল্টার লাগাতে এসে হাসান সেখ নামে শুভানুধ্যায়ী ব্যবসায়ী চার হাজার টাকা অর্থ সাহায্য করেন। ফিল্টারের দাম সতের হাজার টাকা। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা দেন তের হাজার টাকা, হাসান সেখ দেন চার হাজার টাকা। একজন সাধারণ ব্যবসায়ীর মহান দানে বিদ্যালয় কর্তৃপক্ষ কৃতজ্ঞ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিলালউদ্দিন বলেন, 'বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা কখনো অর্থের জন্য পিছিয়ে যায়নি। সেলিম ও আমি এর আগে অনেক টাকা খরচ করেছি। দিদিমনিদের ও হাসান সাহেবের সাহায্যের জন্য কৃতজ্ঞ।'


No comments:

Post a Comment