ওয়েবডেস্ক, হরিহরপাড়া, ৭ জুলাই : হরিহরপাড়ায় দুই নাবালিকার বিয়ে রুখল কন্যাশ্রী যোদ্ধারা। ঘটনা দুটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার গজনীপুর ও সাহাজাদপুরে। নাবালিকা দুইজনে সাহাজাদপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। গজনীপুরের রফিকুল ইসলামের মেয়ে মাফজা খাতুন এবং সাহাজাদপুরের হারুক মণ্ডলের মেয়ে রিয়া মণ্ডল। শুক্রবার বিকেল ৪ টে নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ প্রশাসনের ও সিনি সংস্থার সদস্যদের সহযোগিতা নিয়ে কন্যাশ্রী যোদ্ধারা হাজির হয় ওই দুই নাবালিকার বাড়ি। তারা নাবালিকাদের পরিবারকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বলেন। ওই দুটি পরিবারই প্রশাসনকে মুচলিকা দেন এই মর্মে মেয়ে সাবালিকা হলে তবে বিয়ে দিবে। মাফুজা খাতুনের মা মারুফা বিবি বলেন, ‘আমরা বাল্যবিবাহের কুফল সম্পর্কে আগে বিশেষ কিছু জানতাম না আজ অনেক জানলাম। আমি প্রশাসনকে মুসলিকা দিয়েছি, মেয়ে সাবালিকা না হলে আমি তার বিয়ে দেব না।' হরিহরপাড়া জয়েন্ট বিডিও উদয় কুমার পালিত বলেন, ‘আমরা ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত মোট ২৭ টি বিয়ে রুখলাম। আমরা যখন বিয়ে রুখতে যায় তখন গ্রামের অন্যান্য লোকেরা সেটা দেখে তাদের মধ্যেও সচেতনতা বাড়ে।'


No comments:
Post a Comment