ওয়েবডেস্ক, হরিহরপাড়া, ৪ জুলাই : হরিহরপাড়ায় এইচ এ বি সিনিয়র মাদ্রাসায় গেটের তালা ভেঙে জলের পাম্প মেশিন চুরি হওয়ায় মিড ডে মিলের সময় জল সমস্যায় পরে শিক্ষার্থীরা। ঘটনাটিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মাদ্রাসায় চুরির ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে। সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক গোলাম মস্তুুফা সরকার বলেন, 'আমি মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ বিদ্যালয়ে এসে দেখি গেটের তালা ভাঙা। আমি ভিতরে গিয়ে দেখি জল তোলার পাম্প মেশিনটি নিয়ে পালিয়েছে। জল ট্যাঙ্কিতে যা জল ছিল তা মিড ডে মিল রান্নার কাজে ব্যবহার করা হলেও শিক্ষার্থীদের খাওয়ার সময় চরম জল সংকট দেখা দেয়। এই নিয়ে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি।'


No comments:
Post a Comment