ওয়েবডেস্ক, আলিপুরদুয়ার, ২৮ জুলাই : 'তুমি কন্যা তুমি অনন্যা', আজ কন্যাশ্রী দিবস পালন হলো সারা পশ্চিমবঙ্গ ব্যাপী।কন্যাশ্রী আজ বিশ্বশ্রী। সম্প্রীতি পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কন্যাশ্রী সমগ্র বিশ্বে সেরার শিরোপা পেয়েছে। এই উপলক্ষে আজকের দিনটিকে কন্যাশ্রী দিবস হিসাবে পালন করা হলো। সমগ্র বাংলার পাশাপাশি ফালাকাটা ব্লক, মাদারিহাট-বীরপাড়া ব্লকে ধুমধাম করে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটিকে পালন করা হলো। সারা রাজ্যের প্রতিযোগিতার মধ্যে আলিপুরদুয়ার জেলার চারজন ছাত্রী সেরার শিরোপা পেয়েছে। নতুন জেলা হিসাবে চার কন্যার জয়লাভ করায় জেলার মুখ উজ্জ্বল হয়েছে, এই ফল প্রকাশে আলিপুরদুয়ার জেলাবাসী খুব খুশি।৪ জনের মধ্যে ৩ জনই মাদারিহাট-বীরপাড়া ব্লকের বাসিন্দা। চার ছাত্রী গতকালই জেলা প্রশাসনের সাহায্যে উদ্দেশ্যে রওনা হয়েছে,ও আজ পুরস্কার গ্রহণ করবেন। এছাড়াও ফালাকাটা ব্লকের কমিউনিটি হলে বিধায়ক অনিল অধিকারীর উপস্থিতিতে ধুমধাম করে আজকের দিনটিকে পালন করা হলো।


No comments:
Post a Comment