20 July 2017

ডোমকলে পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ১ যুবক


ওয়েবডেস্ক, কিবরিয়া আনসারী, ডোমকল, ২০ জুলাই : মুর্শিদাবাদ জেলার ডোমকলে একই দিনে পরপর ২ টি পথ দুর্ঘটনায় মৃত্যু  দুইজন ও আহত একজন। মৃত দুই যুবকের নাম সামিম মন্ডল(২০), রিঙ্কু মন্ডল(১৮) ও আহত যুবকের নাম আনসার মন্ডল। বুধবার  রাত ৮ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ডোমকল  থানা এলাকার কুঠির মোড়ে জলঙ্গি বহরমপুর রাজ্য সড়কে। এদিন কুঠির মোড়ে  বাইক ও দশ চাকা লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে। ওই তিন যুবকের বাড়ি ডোমকল থানার রমনা সাতবাড়িয়া গ্রামে। পুলিশ ঘাতক লরিটিকে আটক করলেও চালক সহ খালাসি পলাতক।
মৃত সামিম মন্ডলের চাচা সালিমুদ্দিন মন্ডল জানান, 'এদিন গুরুতর জখম অবস্থায় তিন যুবককে স্থানীয় বাসিন্দারা ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা  সামিম মন্ডলকে মৃত বলে ঘোষনা করে। এবং গুরুতর জখম অবস্থায় রিঙ্কু মন্ডলকে ডোমকল মহাকুমা হাসপাতালে থেকে  মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তর করে। বৃহস্পতিবার  সকালে মেডিকাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আনসার মন্ডলের তেমন কিছু না হওয়াই সে এখনো ডোমকল মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ওই তিন যুবকের বাড়ি ডোমকল থানার রমনা সাতবাড়িয়া গ্রামে।'  স্থানীয় বাসিন্দা সুজাউদ্দিন মন্ডল জানাই তিন যুবক বাইকে করে তাদের দোকানের মাল অন্য একটি দোকানে দিতে যাচ্ছিল। সেই সময় বহরমপুরের দিক থেকে দ্রুত গতিতে  আসা একটি ১০ চাকার লরি নিয়ন্তন হারিয়ে বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা মারে। লরির চাকা তাদের দেহের উপর দিয়ে চলে যায়।' পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরিটিকে আটক করে। তবে লরির চালক ও খালাসি পলাতক। ডোমকল থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে।


No comments:

Post a Comment