ওয়েবডেস্ক, রেজিনগর, ১৬ মে : বৈশাখী সংক্রান্তিতে কালীপূজাকে
কেন্দ্র করে উৎসবের আনন্দে মেতে উঠল রেজিনগরের বিকলনগর গ্রামে অবস্থিত অনুকূল ক্ষ্যাপার
আশ্রম। এদিন শ্মশানী কালী পূজাকে উপলক্ষ করে সোমবার সারারাত চলে নাটক, বাউল গান, বিভিন্ন
সাংস্কৃতিক অনুষ্ঠান ও নরনারায়ণ সেবা। মুর্শিদাবাদ জেলা তথা পাশ্ববর্তী জেলা থেকে অজস্র
ভক্তের সমাগম হয়েছিল। উল্লেখ্য অনুকূল ক্ষ্যাপা ছিলেন একজন সুফি ও শাক্ত ধর্ম সাধক।
তিনি অবিভক্ত বাংলার বরিশাল জেলা থেকে এসেছিলেন। রেজিনগর রেলস্টেশনের পাশে তাঁর কবিরাজি
চিকিৎসা কেন্দ্র ছিল। তিনি চিকিৎসার জন্য রোগীর কাছ থেকে কোনো অর্থ নিতেন না। তাঁর
কবিরাজি চিকিৎসায় উপকৃত হয়েছিলেন গ্রাম-গঞ্জের বহু মানুষ। সেই সময় কলেরার মহামারী রোগগ্রস্ত
মানুষের আত্মনাদে সারা দিয়ে পায়ে হেটে গ্রামে গ্রামে চিকিৎসা করে বেড়িয়েছিলেন। দুর্দিনে
তিনি ছিলেন রোগীর বন্ধু। তখন গ্রামের মানুষের এই কবিরাজি চিকিৎসায় একমাত্র অবলম্বন
ছিল। তাঁর সুচিকিৎসার খ্যাতি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদ ছাড়া নদীয়া, বর্ধমান, ২৪ পরগনা
সহ বিভিন্ন জেলায়। হিন্দু-মুসলমান সব ধর্মের অজস্র মানুষ তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন।
তিনি প্রায় শতাধিত বছর জীবিত ছিলেন। ১৩৮১ সালের ৩১ শ্রাবণ দেহ ত্যাগ করেন। আশ্রম প্রাঙ্গণে
সমাধিস্থ করা হয়। আশ্রমে বর্তমান সেবায়ত শেফালী চক্রবর্তী ও তাঁর সন্তানাদি এই আশ্রমের
পূজা পরিচালনা করেন।


No comments:
Post a Comment