ওয়েবডেস্ক, বেলডাঙা,
৭ এপ্রিল : মুর্শিদাবাদ জেলায়
একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মুর্শিদাবাদ জেলা বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠা মঞ্চের উদ্যোগে নাগরিক কনভেনশন হল বেলডাঙায়। শুক্রবার দুপুর ২ টা নাগাদ
এই কনভেনশন অনুষ্ঠিত হয় বেলডাঙা থানার দেবকুন্ড হাই মাদ্রাসায়। মুর্শিদাবাদ জেলার মানুষের
দীর্ঘদিনের দাবি জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের। সেই দাবি মোতাবেক জেলার
বিভিন্ন প্রান্তে আন্দোলন শুরু করেছে এই মঞ্চ। এদিনের কনভেনশনে উপস্থিত ছিল
মুর্শিদাবাদ জেলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা মঞ্চের সভাপতি মজিবুর রহমান, বেলডাঙা
এস.আর.এফ কলেজের প্রাক্তন অধ্যক্ষ সনৎ কর সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান
শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা। এই কনভেনশনে মুর্শিদাবাদ জেলা বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠা মঞ্চের অন্যতম সদস্য সবুর আলী বলেন, 'আমাদের জেলার মোট ব্লক সংখ্যা ২৮ টি। এই জেলায় লোক সংখ্যা
বেশি হলেও এখানকার ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষার জন্য যেতে হয় ভিন্ন জেলায়। অন্য জেলায় গিয়ে অনেকের উচ্চ
শিক্ষা গ্রহন করা হয় না। জেলায় একটি বিশ্ববিদ্যালয়ের শাখা থাকলেও আসন সংখ্যা খুব
সীমিত। তাই আমরা আমাদের জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য
প্রশাসনের কাছে আবেদন রাখছি।'


No comments:
Post a Comment