20 April 2017

চাইল্ড লাইন সম্পর্কে সচেতনতা শিবির মুর্শিদাবাদ চক্রের কুতুবপুর প্রাথমিক বিদ্যালয়ে



ওয়েবডেস্ক, লালবাগ, ২০ এপ্রিল : মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ চক্রের অন্তর্গত ১২ নং কুতুবপুর প্রাথমিক বিদ্যালয়ে চাইল্ড লাইন সম্পর্কে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় ১৯ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৯ টার সময়। লালবাগ শহরে বিদ্যালয়টির অবস্থান হলেও ওই এলাকাটি অনেকটা পিছিয়ে পড়া শ্রেণির ছেলেমেয়েরাই আসে। ১০০ জনেরও বেশি অভিভাবক অভিভাবিকারা এই সচেতনতা অংশ গ্রহণ করেন। এই শিবিরে উপস্থিত ছিলেন লালবাগ সাব-ডিভিশনের এস ডি পি ও তৌসিফ আলী আজহার এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর  দীন মহম্মদ সেখ, মুর্শিদাবাদ চক্রের এস আই  তাজরুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদাল হাসান বলেন, ‘আমরা আনন্দিত যে পড়াশুনোর পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানে আমাদের পাশে থেকে অভিভাবক-অভিভাবিকাগণ পুষ্টি জুগিয়ে চলেছেন। আজকের অনুষ্ঠান তার প্রমাণ। ধন্যবাদ সবাইকে।’ এছাড়াও প্রধানশিক্ষক বিষয়টি নিয়ে বলতে গিয়ে বলেন যে, শিশুশ্রম, শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও শিশু পাচার বন্ধ করতে হবে। শিশুদের মধ্যে মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে। এছাড়া শিশুরা  এরকম কোনো সমস্যায় পড়লে ১০৯৮ নম্বরে নির্দ্বিধায় কল যাতে করে সে বিষয়েও আলোকপাত করেন।
এস ডি পি ও তৌসিফ আলী আজহার, ‘বিদ্যালয়টি যেভাবে তাঁদের নিজস্ব মহিমায় অগ্রসর হচ্ছে তা অত্যন্ত প্রসংশনীয়। আর চাইল্ড লাইন  নিয়ে শিবিরের উদ্যোগ নেবার জন্য  প্রধান  শিক্ষককে অভিনন্দন জানাই।’ ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর দীন মহম্মদ সেখ জানান, ‘এই সচেতনতা শিবিরের মূল্য অপরিসীম। আপনারা এ বিষয়ে আমাদের সহযোগিতা পাবেন।’ এস আই তাজরুল ইসলাম বলেন, ‘শিশুশ্রম বন্ধ করতে হবে, চায়ের দোকান, ইট ভাটায় যারা কাজ করে তাদের অভিভাবকদের বুঝিয়ে আমাদের মূলস্রোতে ফিরিয়ে আনতে হবে।’

No comments:

Post a Comment