ওয়েবডেস্ক, বেলডাঙা,
১৪ এপ্রিল : বেলডাঙায় জাতীয় সড়ক দুর্ঘটনায় মৃত ১ ও গুরুতর
আহত ১ বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৭ টা নাগাদ বেলডাঙা থানার মহুলা
মোড়ে ৩৪ নং জাতীয় সড়কে । মৃতের নাম প্রসেনজিত মণ্ডল ও আহতের নাম প্রতাপ মণ্ডল। আহত
ব্যক্তি বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বাড়ি বেলডাঙা থানার
কুমারপুর গ্রামের বোলতলাপাড়ায়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকালে প্রসেনজিত
মণ্ডল ও প্রতাপ মণ্ডল সারগাছি গ্রামের এক আত্মীয়ের বাড়ি মোটর বাইকে চেপে বেড়াতে গিয়েছিল। সন্ধ্যায়
সেখান থেকে বাড়ি ফেরার সময় ৩৪ নং জাতীয় সড়কে মহুলা মোড়ে বালি ভর্তি একটি লরিকে
ওভারটেক করার সময় মোটর বাইক থেকে ছিঁটকে পড়ে যায় দুজনে। লরির পেছনের চাকায় পৃষ্ট
হয়ে ঘটনাস্থলে মারা যায় মোটর বাইক চালক প্রসেনজিত মণ্ডল। গুরুতর আহত হয় বাইকের
পেছনে বসে থাকা প্রতাপ মণ্ডল। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত ব্যক্তিকে
বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক লরি সহ চালক পলাতক।


No comments:
Post a Comment