28 April 2017

নওদায় ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ বাইক আরোহী


ওয়েবডেস্ক, বেলডাঙা, ২৮ এপ্রিল : বেলডাঙা-আমতলা রাজ্য সড়কে ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। নাম ইয়াসিন সেখ(২০), পেশায় ব্যাবসিক। বাড়ি বেলডাঙা থানার কালিতলা গ্রামে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৯ টা নাগাদ নওদার থানার এলিয়টনগরে কাছে বেলডাঙা-আমতলা রাজ্য সড়কে। স্থানীয়বাসিন্দা কাবাতুল্লা মন্ডল বলেন, 'সকাল ৯ নাগাদ ইয়াসিন সেখ বাইকে করে আমতলার দিকে যাচ্ছিল। এলিয়টনগরের মোড়ের কাছে  একটি ট্রাক্টরের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা তাকে গুরুতর আহত অবস্থায় আমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।' পরিবার সূত্রে জানা যায়, ইয়াসিন সেখের আগামী মঙ্গলবারে বিয়ে হওয়ার কথা ছিল। তাই আত্মীয়দের বিয়ের নিমন্ত্রণ করতে এদিন বাড়ি থেকে বের হয়েছিল। পুলিশের এক আধিকারিক জানায়, 'আমরা প্রাথমিকভাবে অনুমান করেছি, ইয়াসিন সেখের মাথায় বেশি আঘাত লাগলেও শরীরে অন্য কোনও জায়গায় সেরকম আঘাত লাগেনি। যেহেতু তার মাথায় হেলমেট ছিল না তাই মাথায় আঘাতটা গুরুতর ভাবে লেগেছে। আমরা মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।'


No comments:

Post a Comment