06 April 2017

বেলডাঙায় গৃহবধূর গলা কেটে খুন, চাঞ্চল্য ছড়াল এলাকায়, আটক ২


ওয়েবডেস্ক, বেলডাঙা, ৬ এপ্রিল :  বেলডাঙায় গৃহবধূর গলা কেটে খুন। মৃতের নাম ফতেমা বিবি (৩৫)। চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে মির্জাপুর গ্রামের ৩৪ নং জাতীয় সড়কের আনসারের মোড়ে মায়ের বাড়িতে। ঘটনায় অভিযুক্ত স্বামী জামিরুল হাসান সহ ননদকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি টাকা-পয়সার জন্য স্ত্রীকে খুন করেছে স্বামী জামিরুল হাসান। পরিবার সূত্রের খবর, দশ বছর আগে ছেতানি গ্রামে জামিরুল হাসানের সঙ্গে বিয়ে হয় ফতেমা বিবির। জামিরুল হাসান পেশাতে গাড়ি ড্রাইভার। বিগত এক বছর থেকে জামিরুল হাসানের সেরকম ইনকাম না থাকায় ঘর জামাই হয়ে থাকতে শুরু করে শ্বশুর বাড়িতে। শ্বশুরবাড়িতে শালি ও শাশুরি সহ সে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করত। মঙ্গলবার নিকট আত্মীয়ের বিয়েতে গিয়েছিল শাশুরি ও শালি। বাড়িতে শাশুরি ও শালি না থাকার সুযোগ নিয়ে বৃহস্পতিবার  রাত ১ টা নাগাদ গলা কেটে স্ত্রীকে খুন করে স্বামী। খুন করার পর জামিরুল তার বড় ছেলেকে ডাকে এবং জানায় তার মা মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ এসে স্বামী জামিরুল হাসান সহ ননদকে আটক করে পুলিশ। মেয়ের মামাতো ভাই আশিক ইকবাল বলেন, 'দীর্ঘদিন থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল টাকাপয়সা নিয়ে। আজ রাতে জামাইবাবু সোনা ও নগদ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় দিদি বাধা দিতে গেলে দিদিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে।' এক পুলিশের আধিকারিক জানায়, 'আমরা খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি গলা কাটা অবস্থায় মহিলা পরে আছে। মহিলার স্বামী সহ তার ননদকে আমরা আটক করেছি। স্বামী জামিরুল হাসানের কাছ থেকে সোনার নাকের ও কানের গহনা সহ নগদ ত্রিশ হাজার টাকা পাওয়া গেছে। মৃত ব্যক্তির দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছি।'


No comments:

Post a Comment