ওয়েবডেস্ক, বেলডাঙা, ৮ জানুয়ারি : বেলডাঙা রেলবাজার এলাকায় স্থায়ী সবজি বাজার উদ্বোধন করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলডাঙা পৌরসভার নিজস্ব জায়গায় এই ছাদযুক্ত বাজার তৈরি করেছে পৌরসভা। আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বাজার খুলে দেওয়া হয়। ছাদের তলায় বসে ৪২ জন সবজি এবং ১৪ জন মাংস বিক্রেতা ছাড়াও ৫০জন খুচরো ব্যবসায়ী এখানে বসে মাল বিক্রি করতে পারবে। ফেরতযোগ্য অর্থ (caution money) হিসাবে ১৪ জন উঁচু জায়গায় বসা বিক্রেতার কাছ থেকে ৫ হাজার টাকা করে এবং ৪২ জন মেঝেতে বসা বিক্রেতার কাছ থেকে ২ হাজার টাকা করে পৌরসভা নিয়েছে বলে জানিয়েছে বিক্রেতারা। এই বাজারে সবজি ছাড়াও মাছ, মাংস ও ফল বিক্রির ব্যবস্থা রয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার তৃণমূল সভাপতি মান্নান হোসেন, জেলা পরিষদের সভাধিপতি বৈদ্যনাথ দাস, রেজিনগরের বিধায়ক রবিউল আনম চৌধুরী, নদীয়ার কালিগঞ্জের বিধায়ক হাসানুজ্জামান, জেলার পুলিশ সুপার শ্রী মুকেশ সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। সবজি বিক্রেতা ভীম মন্ডল বলেন, 'রোদ, বৃষ্টি, শীত মাথায় করে আমাদের সারা বছর ফাঁকা আকাশে নিচে বসে সবজি বিক্রি করতে হয়। এবার আমাদের সেই কষ্ট আর থাকবে না।' স্থানীয় বাসিন্দা রহমত আলি বলেন, 'সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত রাস্তায় দুপাশে এই বাজার বসে। মানুষ আর যানবাহনের ভীড় লেগে থাকে। রাস্তা দিতে যাতায়াতে সময় পথ চলতি মানুষের খুব অসুবিধা হয়। এবার থেকে আর তেমন কোন অসুবিধা হবে না।' এরপর বেলডাঙা সম্পর্ক হলে আয়োজিত পৌরসভার অপর এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী যান। সেখানে তিনি পৌরসভার ৬০০ জন দুস্থ মানুষের হাতে শীতের কম্বল তুলে দেন।


No comments:
Post a Comment