10 January 2017

বেলডাঙাতে এলাহাবাদ ব্যাঙ্কের জানলার গ্রিল ভেঙে চুরির চেষ্টা


ওয়েবডেস্ক, বেলডাঙ্গা, ১০ জানুয়ারি: এলাহাবাদ ব্যাঙ্কের গ্রিল ভেঙে চুরির চেষ্টা হল। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার এলাহাবাদ ব্যাঙ্কে মঙ্গলবার গভীর রাতে। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে চোর ব্যাঙ্কের জানলার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে আলমারি ও লকার ভেঙে সেরকম টাকা না পাওয়ায় কিছু দরকারি কাগজ নিয়ে যায়। মঙ্গলবার সকাল ১০টার সময় ব্যাঙ্ক খুললে বিষয়টি ব্যাঙ্ক কর্মীদের নজরে আসে। ব্যাঙ্কের ম্যানেজার শৈবাল সাহা বলেন- 'ব্যাঙ্কের জানলার গ্রিল ভেঙেছে চোর ভেতরে ঢোকার জন্য। ২টি আলমারি ও টেবিলের লকার গুলি ভেঙেছে। কোনও জায়গায় টাকা না পাওয়ায় কিছু দরকারি কাগজ পত্র নিয়ে যায়। পুলিশকে খবর দিলে পুলিশ ব্যাঙ্কে এসে বিষয়টি দেখেন।' পুলিশের এক আধিকারিক জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


No comments:

Post a Comment