ওয়েবডেস্ক, ৪ জানুয়ারি ২০১৭ : জেলবন্দি স্বামীকে দেখতে না যাওয়ায় তৃতীয় পক্ষের স্ত্রী ও শাশুরিকে কুপিয়ে খুনের চেষ্টা রানিনগরে। ঘটনাটি ঘটেছে রানিনগর থানার সেনপাড়ায় সোমবার সন্ধ্যায়। স্বামী শুকুর আলি পেশায় দিনমজুর। সূত্রের খবর, শুকুর আলি দিনমজুর হলেও প্রথম বিয়ের পরে আরো দুটি বিয়ে করে। অর্থাৎ তিনটি বিয়ে করার জন্যে তার দ্বিতীয় বৌ শুকুর আলির নামে কোর্টে কেস করে। ফলে সে খোরপোষের দায়ে ১ মাস জেলে বন্দি থাকে। গত কাল সে জেল থেকে বাড়ি ফিরে তার তৃতীয় বৌ অর্থাৎ রোজিনা বিবিকে (৩০) ধারালো হাসুয়া দিয়ে এলোপাতারি কোপ মারে। শুকুর আলির অভিমান একমাস জেলে সে বন্দি ছিল তখন তার স্ত্রী ও শাশুরি কেউ তাকে দেখতে যায়নি। প্রতিবেশী হিলাল সেখ জানান, ‘ শুকুর আলি এই গ্রামে রোজিনা বিবির সঙ্গে তৃতীয় বিয়ে করে। একই গ্রামে শ্বশুর বাড়ি হওয়ায় মেয়েকে কোপাতে দেখে ছুটে আসে মা জাহান্নারা বিবি তখনই বৌয়ের সাথে শাশুড়িকেও একই অজুহাতে কোপাতে থাকে সে।' মা ও মেয়ে বর্তমানে বহরমপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি আছে। শুকুর আলিকে পুলিশ গ্রেপ্তার করেছে।


No comments:
Post a Comment