ওয়েবডেস্ক, বেলডাঙ্গা, ১২ জানুয়ারি : রাজ্যব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়ে গেলো বৃহস্পতিবার বেলডাঙা দেবকুন্ডু পেট্রোল পাম্পের মাঠে। দেবকুন্ডু ইউনিয়ান স্পোটিং ক্লাবের উদ্যোগে সেখ নইমদ্দিন মিঞা ও আকবর আলী মেমোরিয়াল নক-আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। রাজ্যের মোট ৮টি ফুটবল টিম এই খেলায় অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন নওদা বিধায়ক আবু তাহের খাঁ, সারগাছি রামকৃষ্ণ মিশন মহারাজ বিশ্বময়ানন্দ মহারাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলা হয় কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাব বনাম দমদম ফুটবল এক্যাডেমিরর মধ্যে। হাড্ডাহাড্ডি লড়ায়ে ৩-২ গোলে জয়লাভ করে কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাব। এদিন বেলডাঙ্গা পুরসভা কচি কাচাদের নিয়ে ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে বেলডাঙ্গা এস আর এফ ময়দানে বিবেক চেতনা উৎসবের শুভ সূচনা হয়।


No comments:
Post a Comment