08 December 2016

বেলডাঙার কাজিসাতে আগুন আহত ১জন


ওয়েবডেস্ক, ৮ ডিসেম্বর ২০১৬ : বেলডাঙার কাজিসা গ্রামে আগুন লেগে পুড়ে গেল ২টি গরু সহ বস্তা ভর্তি ধান, পাটকাঠি ও খড়ের গাদা। গত ৭ ডিসেম্বর মঙ্গলবার ঘটনাটি ঘটে কাজিসা সাহেবের সিঁড়ির কাছে আনিকুল সেখের বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গেছে রাত ৮টা নাগাদ প্রথমে আগুন লাগে আনিকুল সেখের গরুর গোয়াল ঘরে। তার ২টি গরু আগুনে পুড়ে গেছে। গরু ২টির অবস্থা সংকটজনক। আগুনের উৎস গোয়াল ঘরের সাঁজাল থেকে। আগুন ক্রমে ছড়িয়ে পড়ে পাশের শেরফুল আলি সেখ ও আনছার সেখের বাড়িতে। শেরফুল আলির বেশ কয়েক বস্তা ধান সহ ২টি পাটকাঠির গাদা পুড়ে ছাই হয়ে যায়। আনছার সেখের ১টি খড়ের গাদা পুড়ে যায়। আব্দুল হাদি নামে এক স্থানীয় বাসিন্দা আগুন নেভানোর সময় পড়ে গিয়ে আহত হন, তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। গ্রামবাসিদের প্রচেষ্টায় ৪০ মিনিটের পর আগুন নিয়ন্ত্রনে আসে। রাতে ফায়ার বিগেড ও পুলিশ ঘটনাস্থলে আসেন। 

No comments:

Post a Comment