ওয়েবডেস্ক, ২৪ ডিসেম্বর ২০১৬: ইতিহাসের টানে পর্যটকরা ছুটে আসেন মুর্শিদাবাদ জেলায়। শুধু ইতিহাস নয় এবার থেকে তারা চিড়িয়াখানায় ঘুরে নিতে পারবে। এই রকম এক চিড়িয়াখানার উদ্বোধন হল আজ শনিবার লালবাগের কাঠগোলা বাগান পার্কে। উদ্বোধন করলেন মুর্শিদাবাদ থানার আই.সি. আশিস দেব। কাঠগোলা বাগান পার্কের মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহাসিক প্রাসাদ, মন্দির, মিউজিয়াম ছাড়াও এই চিড়িয়াখানায় প্রকৃতির বিভিন্ন প্রজাপতির পাখি, মাছ দেখা যাবে। এ এক অন্য স্বাদ, অন্য ভ্রমণ।
চিড়িয়াখানা
চিড়িয়াখানার পাখি
চিড়িয়াখানার মাছ





No comments:
Post a Comment