ওয়েবডেস্ক, ১৮ নভেম্বর : নওদা থানার ত্রিমোহিনী গ্রামে পথ দুর্ঘটনায় মারা যান এক সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ১ টা নাগাদ নওদা থানার ত্রিমোহিনী ক্লাবের মোড়ে বেলডাঙ্গা-আমতলা রাজ্য সড়কে। বেলডাঙ্গা কাজিসাহা গ্রাম থেকে দিনমজুর খেটে সাইকেলে করে বাড়ি ফেরার পথে পেছন থেকে লরির ধাক্কায় মৃত্যু হয় তার। মৃতের নাম নাসির সেখ(৬০), বাড়ি হরিহরপাড়া থানার গোবিন্দপুর গ্রামের মাঠপাড়ায়। লরিটি নওদা থানার পুলিশ আটক করেছে। লরির ড্রাইভার ও খালাসি পলাতক।


No comments:
Post a Comment