18 September 2016

রক্তদান শিবির, বেলডাঙা দারুল হাদীস সিনিয়র মাদ্রাসা, মুর্শিদাবাদ


ওয়েব ডেস্ক, ১৮ সেপ্টেম্বর : রক্তদান মহৎ দান। সমাজ সেবার এই মহান উদ্যোগে এবারে এগিয়ে এলো মুর্শিদাবাদ জেলার বেলডাঙা দারুল হাদীস সিনিয়র মাদ্রাসা। মাদ্রাসা ৭৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক কর্মসূচির পাশাপাশি ১৮ সেপ্টেম্বর রবিবার রক্তদান শিবিরের আয়োজন করে। বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ মিলে মোট ৮২ জন রক্তদান করেন। এদের মধ্যে ছিলেন ৫ জন মহিলা। উপস্থিত ছিলেন প্রফেসর আবুতালেব খান, মাননীয় উপাচার্য আলিয়া বিশ্ববিদ্যালয়, কলকাতা; প্রফেসর আব্দুল গনি, WBCS (Exe) অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট, কলকাতা; জেলার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মোহাঃ সেলিম; মোঃ সৈয়েব আলম, WBCS কমার্সিয়াল ট্যাক্স অফিসার, বহরমপুর ও আরো অনেকে। এই শিবিরে রক্তদান করেন শ্রীমতি পূরবী বিশ্বাস দে মহাশয়া ডি.আই (মাধ্যমিক) মুর্শিদাবাদ। উল্লেখ্য যে, মাদ্রাসা কর্তৃপক্ষ ও শ্রী শুভ্রাংশু মণ্ডল বিডিও - বেলডাঙা ব্লক-১ এর সক্রিয়তায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মাদ্রাসার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত  সুপারিনটেনডেন্ট মোঃ নুরুল ইসলাম মিয়া বলেন- ‘একমাত্র রক্তই পারে জাত-পাত, সাদা-কালো, ছোট-বড়ো সব বিভেদের প্রাচীর ভেঙে ফেলতে।’ যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে  এই রক্তদান শিবিরকে সফল করার জন্য এগিয়ে এসেছেন তিনি তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।       

No comments:

Post a Comment