17 August 2016

সাবধানে চালাও, জীবন বাঁচাও সচেতনতা পদযাত্রা বেলডাঙাতে


ওয়েব ডেস্ক, ১৭ আগস্ট : সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের বেলডাঙাতেও 'সাবধানে চালাও, জীবন বাঁচাও' সচেতনতা পদযাত্রা হল আজ। বেলডাঙা-১ ব্লক যুব করণ বিভাগের উদ্যোগে এই বর্ণাঢ্য পদযাত্রা আয়োজন করা হয়েছিল। পদযাত্রায় পা মেলান  বেলডাঙা থানার ওসি মৃণাল সিনহা, বেলডাঙা পৌরপিতা ভরতকুমার ঝাওর, বেলডাঙা-১ ব্লক যুব আধিকারিক বিনয় বালা, সিভিক ভলেণ্টিয়ার্সগণ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও আপামর জনসাধারণ। উল্লেখ্য ট্রাফিক অনুশাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যব্যাপী এই বিশেষ  কর্মসূচি গ্রহণ করা হয়। জনসাধারণকে সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয় এই পদযাত্রা থেকে।


No comments:

Post a Comment