22 August 2016

ক্রেতা সুরক্ষা সচেতনতা শিবির বেলডাঙ্গাতে



ওয়েব ডেস্ক, ২২ আগস্ট : মুর্শিদাবাদ জেলার ক্রেতা সুরক্ষা উপভোক্তা দপ্তরের উদ্যোগে বেলডাঙ্গা এস আর এফ কলেজে এন এস এস ডিপার্টমেন্ট ও স্বরূপনগর রসূল ওয়েলফেয়ার সোসাইটির সহায়তায় ২২ আগস্ট সোমবার বেলা ১২ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত একটি ক্রেতা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল কলেজের কনফারেন্স হলে। শিবিরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার ক্রেতা উপভোক্তা আধিকারিক বকুল সাহা, বেলডাঙ্গা এস আর কলেজের অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ, কলেজের ছাত্র-ছাত্রীরা ও স্বরূপনগর রসূল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক আবুতাহের সেখ। 

No comments:

Post a Comment