31 July 2016

বহু প্রচেষ্টার পর অবশেষে ফল পেল পুরুলিয়া জার্নালিস্ট ক্লাব


শান্তনু দাস, ৩১ জুলাই : পুরুলিয়া জেলার সাংবাদিকদের কাছে অত্যন্ত খুশির বার্তা যে দীর্ঘদিন ধরে পুরুলিয়া জেলার সাংবাদিকরা তাদের আবাসন এবং ক্লাবের জন্য একটি স্থায়ী জায়গার আবেদন-নিবেদন প্রশাসনের দরবারে জানিয়ে এসেছিলেন এবং দাবি জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, অবশেষে আজ তার কিছুটা পূরণ হল।

গত বৃহস্পতিবার দিন জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরুলিয়া ইণ্ডোর স্টেডিয়ামে দুটি কক্ষ বরাদ্দ করে জেলার স্বীকৃতি প্রাপ্ত সাংবাদিকদের ব্যবহারের জন্য দেওয়া হল। উল্লেখ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া জেলার সাংবাদিকদের প্রয়োজনীয়তার কথা অনুধাবন করে এই সংক্রান্ত নির্দেশ দিয়েছিল পুরুলিয়া জেলা শাসক মাননীয় শ্রী তন্ময় চক্রবর্তী মহাশয়কে। এই নির্দেশে সাড়া দিয়ে গত বৃহস্পতিবার দিন ক্লাবের সম্পাদক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে পুরুলিয়া "জার্নালিস্ট ক্লাব" এর চাবি তুলে দিলেন জেলা শাসক তন্ময় চক্রবর্তী।

আর এই সুখবর জেলার সমস্ত সাংবাদিকদের আরও ভালোভাবে জানিয়ে দেওয়ার জন্য ও ক্লাবের এর নিয়ম-কানুন প্রতিটি সাংবাদিকদের বুঝিয়ে দেওয়ার জন্য আজ একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন ক্লাবের সম্পাদক।

ক্লাবের সম্পাদক অনির্বাণ বন্দ্যোপাধ্যায় জানান, এই বৈঠকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে বহু সাংবাদিক বন্ধু। তাই আজ খুব খুশি। আজকের এই বৈঠকে এই 'জার্নালিস্ট ক্লাব' এর নিয়ম-কানুন প্রতিটি সাংবাদিকদের বুঝিয়ে দেওয়া হল পাশাপাশি আজ আমরা সমস্ত সাংবাদিকরা শপথ নিলাম "অন্যায়ের প্রতিবাদে প্রতিনিয়ত আমরা এগিয়ে আসবো", "একটা কলম লুটিয়ে পড়লে সমস্ত কলম জেগে উঠবো"-- অর্থাৎ এক কথায় যাকে বলে 'একতা'। তিনি আরও জানান আমাদের সংগঠনের পক্ষ থেকে সেখানে ইতিমধ্যেই ওয়াইফাই নেটওয়ার্কের ব্যাবস্থাও করা হয়েছে। পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। আগামী দিনে ক্লাবের পক্ষ থেকে এই ক্লাবে বসার অতিরিক্ত ব্যাবস্থা,অতিরিক্ত লেখার টেবিল এবং কাঠের দরজা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আর যে সমস্ত পরিকাঠামোগত সমস্যা রয়েছে সেগুলি খুব অল্প সময়ের মধ্যেই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আমাদের আশা।


No comments:

Post a Comment