24 July 2016

ঝুনকায় পথ দুর্ঘটনায় মৃত এক আহত দুই


ওয়েব ডেস্ক : মোটর বাইকে চড়ে আত্মীয়ের বিয়ে বাড়িতে যাবার সময় পথ দুর্ঘটনায় মারা গেল এক ব্যক্তি এবং আহত দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা ঝুনকা মোড়ে ৩৪ নং জাতীয় সড়কে ২৩ জুলাই বিকেল ৪ টের সময়। বেলডাঙ্গার দলুয়া গ্রামের নজরুল সেখ (৫০) তার স্ত্রী গুলনাহার বিবি (৪০) ও মেয়ে নাসিমা খাতুনকে (৮) নিয়ে সুন্দিপুর আত্মীয়ের বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিল। পথ পার হবার সময় ঝুনকা মোড়ে ৩৪ নং জাতীয় সড়কের উপর দশচাকা লরির চাকায় পৃষ্ট হয়ে মারা যান গুলনাহার বিবি। গুরুতর আহত অবস্থায় নজরুল সেখ ও নাসিমা খাতুনকে বহরমপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলকাতার নীল রতন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় জনগণ ট্রাফিক ব্যবস্থার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে। উল্লেখ্য ইতিপূর্বে এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে। বেলডাঙ্গার থানার পুলিশ এসে প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠে যায়। ঘাতক লরিটিকে পুলিশ থানায় নিয়ে গেছে।


No comments:

Post a Comment