বিদ্যালয়ের জল নিকাশি ব্যবস্থার সংস্কারে এবারে হাত লাগালো গ্রামবাসীরা। ৩ জুলাই রবিবার সকালেই তারা স্বেচ্ছায় এগিয়ে এসে পুরানো ভেঙে যাওয়া নিকাশি পাইপ খুঁড়ে তুলে নতুন পাইপ বসিয়ে দিল। সারগাছি চক্রের সূতীঘাটা প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলের জল এসে পড়ত রাস্তার তল দিয়ে পাইপের মাধ্যমে পাশের পুকুরে। কিন্তু ঘটনাচক্রে পাইপটি ফেটে গেলে নিকাশি ব্যবস্থা অকেজো হয়ে পড়ে। এমন অবস্থায় নতুন পাইপ পুঁতা ছিল ব্যয় সাপেক্ষ। কারণ রাস্তাটি এখন ইঁটের হয়ে গেছে। গ্রামবাসীদের সহযোগীতা পেয়ে বিদ্যালয়ের নিকাশি ব্যবস্থা ঠিক হলো। গ্রামবাসী আসেম আলি বলেন --- শিক্ষক মশাইদের কাজকর্ম আমাদের ভালো লাগে। তাই আমরা বিদ্যালয়ের স্বার্থে এগিয়ে এসেছি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাঃ হিলালউদ্দিন বলেন -- নতুন পাইপ কিনে দিলে ওরাই মাটি খুঁড়ে বসিয়ে দিল। গ্রামবাসীদের সহযোগী পেয়ে আমরা অভিভূত।


No comments:
Post a Comment