ওয়েবডেস্ক : এবারে পরিচ্ছন্নতা ও
শৌচাগার ব্যবহারে সচেতনতা প্রচারে এগিয়ে এলো বেলডাঙ্গার মির্জাপুর হাজী সোলেমান চৌধুরী হাই
স্কুলের ছাত্রছাত্রীরা। ১৮ জুলাই সোমবার দুপুর ১ টায় বিদ্যালয়ের সমস্ত
ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয়ের সভাপতি সমবেতভাবে মির্জাপুর গ্রাম পদযাত্রা করেন। ছাত্রছাত্রীদের মুখে ছিল শ্লোগান “স্বাস্থ্য বিধান মানতে, হবে শৌচালয় বানাতে”, “শৌচালয় বানাও, স্বাস্থ্য বাঁচাও”
ইত্যাদি এবং হাতে ছিল শ্লোগান লেখা বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড ব্যানার। পিছিয়ে পড়া
গ্রাম হিসাবে মির্জাপুরের জনগণের মধ্যে পরিচ্ছন্নতা, শৌচাগার নির্মাণ ও ব্যবহারের
লক্ষ্যই ছিল এই পদযাত্রার মূল উদ্দেশ্য।


No comments:
Post a Comment