পুরুলিয়া, ৩০ জুলাই : পুরুলিয়া জেলার ঝালদা থানার এক স্থানীয় এলাকা থেকে কোরেক্স সিরাপসহ দুজনকে গ্রেফতার করলেন ঝালদা থানার পুলিশ। জানা যায় ঝালদা থানার ওসি ত্রিগুনা রায় গোপন সূত্রে খবর পেয়ে এক অভিযান চালিয়ে গতকাল গভীর রাত্রে রবি গড়াই ও সন্তোষ সাও নামে ২ জন যুবকসহ কোরেক্স সিরাপ বোঝায় করা একটি গাড়ি আটক করে। ঝালদা থানার পুলিশ যে ২ জনকে গ্রেফতার করে আজ তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে আদালত তাদের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। উল্লেখ্য এই সিরাপে কোডিন নামে এক প্রকার উপাদান থাকে। এই সিরাপ খেলে বাচ্চাদের হৃদরোগের সমস্যা দেখা দিতে পারে। তাই এই ধরণের কফ সিরাপ ভারতে ব্যান করে দেওয়া হয়েছে। এই সিরাপ বিক্রি আইনত অপরাধ।


No comments:
Post a Comment