30 June 2016

ইভটিজিং-এর দৌরাত্ম্যে আত্মঘাতী দশম শ্রেনির এক ছাত্রী


 ইভটিজিং-এর দৌরাত্ম্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী  হল বেলডাঙ্গার হরিমতী গার্লস স্কুলের এক দশম শ্রেনির ছাত্রী। মৃতার নাম আশা দাস ( ১৫)। বাড়ি বেলডাঙ্গার কাছারি পাড়ার ১৪ নং ওয়ার্ড। ঘটনাটি ঘটেছে ৩০ জুন বৃ্হস্পতিবার বেলা ১০ টার সময়। আশার পরিবার সূত্রে জানা গেছে, একটি ছেলে তাকে দীর্ঘদিন থেকে নানা কটূ ভাষায় উত্যক্ত করতো। আশার মা সখি দাস বলেন-- গতকাল রাতে ছেলেটি এসে তার পরিবার ও মেয়েকে শাসিয়ে যায়। এবং সকালে টিউশনি গেলে রাস্তায় ছেলেটি তার মেয়েকে কটূক্তি করে। জানা গেছে, টিউশনি থেকে ফিরে এসেই সে আত্মহত্যা করে। ছেলেটির নামে থানায় অভিযোগ দায়ের করেন মৃতার পরিবার। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

No comments:

Post a Comment